রাজধানীর আগারগাঁওয়ে আবারও মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে মাটি বোঝাই ট্রাক। এই ঘটনায় চালক আহত হয়েছেন। তবে পিলারের তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর পুলিশ ট্রাকটি সরিয়ে নিয়েছে।
গতকাল শুক্রবার রাতে একটি বাস ও দুটি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাটি বোঝাই ওই ট্রাক আগারগাওয়ের মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে আঘাত করে।
আজ শনিবার সকালে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। এ ঘটনায় বাস চালকও হেল্পার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে, গত ৯ এপ্রিল দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান জাদুঘরের সামনে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে যান।