হোম > সারা দেশ > ফরিদপুর

‘পদ্মা সেতু’র দাম হাঁকাচ্ছেন ১৬ লাখ টাকা

জহিরুল আলম পিলু, কদমতলী (ঢাকা)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠে (শনির আখড়া) বসেছে কোরবানির পশুর হাট। সেখানে বিভিন্ন এলাকা থেকে গরু আসা শুরু করেছে। এই হাটে প্রবেশ করে ১ নম্বর কাউন্টারের সামনে গেলেই চোখে পড়বে বিশাল আকারের সাদা-কালো রঙের একটি গরু দাঁড়িয়ে রয়েছে। গরুটি ঘিরে মানুষের জটলা। জানা যায়, গরুটির নাম ‘পদ্মা সেতু’। ওজন ২৫ মণ। দাম হাঁকাচ্ছে ১৬ লাখ টাকা। ফরিদপুর জেলার ভাঙ্গার মালিগ্রাম থেকে জাকির হোসেন নামের এক খামারি পদ্মা সেতুকে হাটে এনেছেন। 

সাদা-কালো এ গরুটি অস্ট্রেলিয়া জাতের। গরুটি কিনে এক বছর ধরে লালনপালন করে বড় করেছেন শামীম ট্রেডার্সের মালিক জাকির হোসেন। লালনপালন ও খাওয়া বাবদ এক বছরে তাঁর খরচ পড়েছে প্রায় ৩ লাখ টাকা।  

জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতু হওয়াতে দ্রুত সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেতে পারছি। এ সেতু এলাকার ব্যাপক উন্নয়ন হবে। সে কারণে শখে বশে গরুটির নাম রেখেছি “পদ্মা সেতু”। হাটের ১ নম্বর কাউন্টারে গরুটি রাখা হয়েছে। গরুটি কেউ কিনতে, আবার উৎসুক লোকজন গরুটি একনজর দেখতে ভিড় করছেন।’ 

সরেজমিনে দেখা যায়, খামারি জাকির হোসেন নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা সেতু নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। তবে জাকির হোসেনের পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ নাম ধরে ডাক দিলে তেমন কোনো সাড়াশব্দ করে না গরুটি। 

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অনেকেই গরুটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। পদ্মা সেতুর দাম ১৬ লাখ টাকা চাওয়া হলেও এখন পর্যন্ত কেউ দাম বলেনি। তবে ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে গরুটি বিক্রি হবে বলে আশা করছেন জাকির হোসেন। এ গরুটি ছাড়াও তিনি ৬০০ কেজি ওজনের বিভিন্ন জাতের আরও ২০টি গরু হাঁটে আনেন। 

জাকির হোসেন আরও বলেন, ‘প্রতিবছরই আমি এই হাটে এই আকারের বিভিন্ন নামের গরু আনি। এবং প্রতিবছরই সব গরু বিক্রি হয়ে যায়। এবারও আশা করি বিক্রি হয়ে যাবে। আমরা তিন দিন আগেই এই হাটে এসেছি।’

এ ব্যাপারে দনিয়া হাটের ইজারদার গিয়াস উদ্দিন গেসু বলেন, ‘আমরা কয়েক দিন আগেই হাটের কাজ মোটামুটি শেষ করেছি। ইতিমধ্যেই শত শত গরু এসেছে। তবে এবারের আকর্ষণ পদ্মা সেতু নামের গরুটি। বিশাল আকারের এই গরুটি হাটে বেশ সাড়া ফেলেছে। এর দিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে।’ 

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে