Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ইংরেজি নববর্ষ-২০২৩ উদ্‌যাপন ঘিরে ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও যানবাহন শৃঙ্খলা নিশ্চিত করতে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ। 

গুলশান ট্রাফিক বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ১ জানুয়ারি, ২০২৩ ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলি ক্রসিং) ও মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড, চেয়ারম্যানবাড়ি মোড়, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না। তবে এই এলাকা থেকে বের হওয়ার জন্য এসব ক্রসিং ব্যবহার করা যাবে। 

এ ছাড়া রাজধানীর ২১ পয়েন্টে চলবে ডাইভারশন। সেগুলো হলো ফিনিক্স ক্রসিং, শান্তা ক্রসিং, বটতলা ক্রসিং, জিএমজি মোড়, পুরাতন আড়ং ক্রসিং, নিকেতন ক্রসিং, পুলিশ প্লাজা ক্রসিং, মসজিদ গ্যাপ, মায়াগঞ্জ ক্রসিং, বনানী চেয়ারম্যানবাড়ি মোড়, বনানী ১১ নম্বর রোড, শুটিং ক্লাব ক্রসিং, ইউনাইটেড হাসপাতাল গ্যাপ, বনানী ২৩ নম্বর রোড, ঢাকা গেট, মানারাত ক্রসিং, নতুন বাজার ক্রসিং, জাতিসংঘ গোল চত্বর, গুদারাঘাট গ্যাপ, বাড্ডা লিংক রোড ও কালাচাঁদপুর গ্যাপ। 

আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যানবাহন চলাচলের উপযুক্ত ব্যবস্থা বাস্তবায়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঈদে ফাঁকা রাজধানী, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

৮৩ বছর ধরে চলছে যে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঘুরতে বেরিয়ে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৪ যুবকের

ঈদের রাতে জানালা দিয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

মাদারীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

রাজবাড়ীতে বিছানায় পড়ে ছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ

সাভারে নৈশপ্রহরী হত্যা: ঝগড়া থামাতে আসায় গুলি ছোড়েন মদ্যপ যুবক