Ajker Patrika
হোম > সারা দেশ > গাজীপুর

নিরাপদ সড়কের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধ ছাত্র-ছাত্রীরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ‘আমরা বৃষ্টিতে ভিজে সড়কে অবস্থান নিয়েছি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১১ বছর ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ চলমান এমন কারণ দেখিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। সেই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়নি। আমরা চার দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছি।’ 

তারা আরও জানান, দাবি মেনে না নেওয়া হলে আগামী রোববার আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হবে। 

নিরাপদ সড়কের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধজানা গেছে, টঙ্গীর কলেজ গেট এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজারেরও বেশি ছাত্র–ছাত্রী প্রতিদিন সড়ক পারাপার হতে হয়। দীর্ঘদিন যাবৎ সড়ক পারাপারে ওই স্থানটিতে ফুটওভার ব্রিজ স্থাপন কিংবা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে আসলেও বিষয়টিতে নজর দেয়নি কর্তৃপক্ষ। 

ওই স্থানে সড়ক পারাপার কিংবা গণপরিবহনে উঠতে গিয়ে গত ১০ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ওই স্থানে রাজধানীর তিতুমীর সরকারি কলেজের শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিম নিহত হন। এরই প্রতিবাদে শুক্রবার সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে সড়ক থেকে ছাত্রছাত্রীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে তাদের অনুরোধ জানালে ছাত্র-ছাত্রীরা সড়ক থেকে সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।’

ফার্মগেটে হলিক্রস কলেজ ও চার্চের সামনে ককটেল বিস্ফোরণ

উত্তরায় ৬২ লাখ টাকার নিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ২

রাজধানীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জন গ্রেপ্তার

চকবাজারে দুই প্রতিষ্ঠানের বেবি পাউডারে আড়াই হাজার গুণ বেশি হাইড্রোকুইনোন, ক্যানসারের ঝুঁকি

বাসে আচার খাইয়ে যাত্রীকে অচেতন, অজ্ঞান পার্টির ৫ সদস্যকে পিটুনি

উত্তরায় মাইক্রোবাসে ২৯৮ বোতল ফেনসিডিল, দুজন গ্রেপ্তার

যাত্রাবাড়ীর রসুলপুরে ৭ দিন ধরে নেই গ্যাস, চরম ভোগান্তি

চেক প্রতারণায় এক কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মাহান্নান করিম গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান সাথী

মেনন-গাজী-আতিক-পলক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার