হোম > সারা দেশ > ঢাকা

গ্যাস লিকেজের পরিস্থিতি এখন স্বাভাবিক: তিতাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গত রাতে তিতাসের গ্যাস পাইপলাইন ছিদ্রের ঘটনা ঘটেছিল। ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছিল। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন সব স্বাভাবিক আছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ।

আজ মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে হারুনুর রশীদ এ কথা জানান।

তিতাস গ্যাসের এমডি বলেন, গ্যাস লিকেজের পরিস্থিতি এখন স্বাভাবিক, চুলা জ্বালাতে সমস্যা নেই, কেউ আতঙ্কিত হবেন না। 

এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে আজকের পত্রিকাকে গ্যাস পাইপলাইন ছিদ্রের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার আনিসুর রহমান। তিনি বলেছেন, পাইপ লিকেজ হওয়া এলাকাগুলো হলো মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা, নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকা।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এলাকায় মাইকিং করার প্রস্তুতি নিচ্ছি। কেউ যেন অকারণে লিকেজের আশপাশে আগুন না জ্বালায়।’

তিতাস গ্যাস সূত্র বলছে, ঢাকায় ৬০ শতাংশ এলাকায় তিতাস গ্যাস পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে।

ঢাকা মহানগর রাজস্ব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম, রাজস্ব) মো. রাশীদুল আলম জানান, বনানীতে তিতাসের স্টাফ কোয়ার্টার থেকেও পাইপলাইনের ছিদ্র দিয়ে গ্যাস বের হওয়ার অভিযোগ আসছে।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল