পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দক্ষিণবঙ্গের মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ফেরিঘাটে। আজ বুধবার সকাল থেকে মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাটে ভিড় জমান আরোহীরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফেরিতে ৯৫০টির বেশি মোটরসাইকেল পারাপার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৯৫০টির বেশি মোটরসাইকেল ফেরিতে পার করা হয়েছে। ফেরি কলমিলতা ও কুঞ্জলতা দিয়ে পাঁচবারে এসব মোটরসাইকেল পারাপার করা হয়। সকালের দিকে মোটরসাইকেলের চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে। এখন ফেরি কুঞ্জলতা ৫০টি মোটরসাইকেল নিয়ে পার হওয়ার জন্য শিমুলিয়া ঘাটে অপেক্ষা করছে।’
মো. জামাল হোসেন আরও বলেন, ‘আগামীকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হবে। তখন হয়তো ঘাটে ভিড় থাকবে না। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি দুটি দিয়ে এই নৌপথ পারাপার কার্যক্রম চলবে। কিন্তু নতুন করে আর ফেরির সংখ্যা বাড়ানোর সুযোগ নেই।’