Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশার চার্জার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অটোরিকশার চার্জার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকার একটি বাসায় অটোরিকশার চার্জার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগ সিলেটিবাজারের একটি দোতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ইজিবাইকের চালক আব্দুল মতিন (৪০), তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না (৩৫), দুই মেয়ে আয়শা (৬) ও মায়শা (১০) এবং ময়নার ভাগনে আবুল খায়ের রায়হান (২৫)।

দগ্ধ রায়হান জানান, তিনি একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। তাঁদের বাসা ওই এলাকাতেই। গতকাল রাতে তিনি ওই বাসায় তাঁর মাকে নিয়ে গিয়েছিলেন। তাঁরা আলাদা রুমে ঘুমিয়েছিলেন। ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। তারপর চারদিকে আগুন দেখতে পান। বিস্ফোরণে রুমের দরজাও ভেঙে গেছে। পরে তাঁরা দৌড়ে বাসার বাইরে চলে যান। তবে এর আগেই তাঁদের শরীর পুড়ে যায়।

রায়হান জানান, মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশার চার্জ দিতেন। অটোরিকশাটি বাসার বাইরে রেখে চার্জার রুমের ভেতরে বিদ্যুতের সঙ্গে সংযোগ দিতেন। সেই চার্জার থেকেই ভোরে বিস্ফোরণে এই দগ্ধের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।

মতিনের শ্যালক মো. মাসুম জানান, খবর পেয়ে ভোরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়হান ছাড়া বাকি চারজনের অবস্থা গুরুতর। বড় মেয়ে একটি মাদ্রাসায় পড়ত। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, মতিনের শরীরের ৯২, ময়নার ৯৫, আয়শার ৪৬, মায়শা ৪২ এবং রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। রায়হান বাদে বাকি চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন