নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে শিশুদের সুরক্ষায় সরকারের সচেতনতার কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। আজ শনিবার গুলশান-১ লেকশোর হাইটসে ২৩তম চাইল্ড পার্লামেন্টের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত চাইল্ড পার্লামেন্টের এবারের প্রতিপাদ্য ‘সকল শিশুই মূল্যবান, করবে দেশের উন্নয়ন।’
শামসুল হক টুকু বলেন, ‘শিশুদের সুরক্ষার বিষয়ে সরকারের সচেতনতার কোনো অভাব নেই। সুরক্ষার জন্য আমরা পরিবারকে ভাতা দিচ্ছি, শিশুর পরিচর্যার জন্য সরকার সহযোগিতা করছে। তবে অভিভাবকদের সচেতন হতে। নৈতিক শিক্ষায় যেন শিক্ষিত হয়। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার এবং শরীর চর্চার সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধ করতে, এলাকাভিত্তিক চাইল্ড পার্লামেন্টের আয়োজন করতে হবে, সেখানে সকল শিক্ষক, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল, এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার ডিকে দিব্বা মনি, প্যানেল ডেপুটি স্পিকার মাইশা আহমেদ, আরিয়ান আহমেদ বিজয়, সুমি আক্তার, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়িতা দত্ত কথা, সাধারণ সম্পাদক ফাহিম জামান প্রমুখ।