হোম > সারা দেশ > ঢাকা

পরীমণির মাদক মামলার শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে আগামী সপ্তাহে। আজ সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য এলে তাঁর আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত নট টুডে বলে আদেশ দেন। 

সে জন্য আগামী রোববার বা সোমবার এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানান তাঁর আইনজীবী সৈয়দা নাসরিন। 

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় একই বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আর গত বছরের ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

পরে গত বছরের ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। এতে পরীমণির মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে ১ মার্চ রুল জারি করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি গত বছরের ৮ মার্চ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে। অন্যদিকে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে পরীমণি ২৮ মার্চ আপিল বিভাগে আবেদন করেন।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা