হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কার ঘটনায় আহত অটোরিকশাচালকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে রেললাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ট্রেন ধাক্কা দেওয়ার ঘটনায় আহত রিকশাচালক নবীনের (১৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেন। 

নবীন নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ধলা গ্রামের দুদু মিয়ার ছেলে। টঙ্গীর মধুমিতা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কুড়িগ্রামের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস নামের ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে মধুমিতা রেলক্রসিং এলাকায় পৌঁছালে গাজীপুর সিটি করপোরেশনের ময়লা আবর্জনা পরিষ্কারে কাজ করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি উল্টে গিয়ে রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর পড়ে। এ সময় অটোরিকশাচালক নবীনের ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত নবীনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, আহত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য