হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ২ নারীর হাতব্যাগে মিলল আড়াই কোটি টাকার স্বর্ণ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামের দুই নারী আটক হয়েছেন। স্বর্ণের বারগুলো তাঁদের হাতব্যাগে লুকানো ছিল।

বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার থেকে আজ সোমবার সকালে তাঁদের আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল।

সংস্থাটির উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আগত দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের দুজনের দুটি হাতব্যাগ স্ক্যান করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।’

তিনি বলেন, ‘হাতব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডিল থেকে ১২টি করে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।’

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্মকর্তা মিজান বলেন, ‘জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। যারা আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা। স্বর্ণের চোরাচালানটি কাস্টমস গোয়েন্দাদের তৎপরতার কারণে আটকানো সম্ভব হয়েছে। এসব স্বর্ণ ঢাকার কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে।’

আটক হওয়া ওই দুই নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মিজানুর রহমান।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়