Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ২ নারীর হাতব্যাগে মিলল আড়াই কোটি টাকার স্বর্ণ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

বিমানবন্দরে ২ নারীর হাতব্যাগে মিলল আড়াই কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামের দুই নারী আটক হয়েছেন। স্বর্ণের বারগুলো তাঁদের হাতব্যাগে লুকানো ছিল।

বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার থেকে আজ সোমবার সকালে তাঁদের আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল।

সংস্থাটির উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আগত দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের দুজনের দুটি হাতব্যাগ স্ক্যান করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।’

তিনি বলেন, ‘হাতব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডিল থেকে ১২টি করে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।’

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্মকর্তা মিজান বলেন, ‘জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। যারা আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা। স্বর্ণের চোরাচালানটি কাস্টমস গোয়েন্দাদের তৎপরতার কারণে আটকানো সম্ভব হয়েছে। এসব স্বর্ণ ঢাকার কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে।’

আটক হওয়া ওই দুই নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মিজানুর রহমান।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু