হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে অধ্যক্ষের ওপর দুর্বৃত্তদের হামলা

ফরিদপুর প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন মো. মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে এশার নামাজে যাওয়ার সময় বাড়ির পাশে এই হামলা চালানো হয়।

আজ বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ মনজুরুল ইসলাম তাঁর শহরের বাসভবন থেকে এশার নামাজ পড়তে বের হন। এ সময় কলেজের সামনের রাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে একজন নেমে রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি।

এদিকে হামলার প্রতিবাদে আজ সকাল ১০টায় শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মানববন্ধন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল