নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে হাতিরঝিলে প্রায় সাড়ে তিন হাজার দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪।’ আগামী শুক্রবার ভোর ৫টায় অনুষ্ঠিত হবে এই হাফ ম্যারাথন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআিই) প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার।
তিনি বলেন, ‘হাফ ম্যারাথন প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে মোট ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণেচ্ছু শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে এবং ভালো মানের সেবা দেওয়ার লক্ষ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ৩ হাজার ৫০০ তে সীমিত রাখা হয়েছে। ম্যারাথনের ওয়েবসাইট (joybanglamarathon. com) এর মাধ্যমে প্রতিযোগীরা গত ২৫ মে পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।’
ম্যারাথনে প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে পুরস্কার দেওয়াসহ অংশগ্রহণকারীদের জন্য রয়েছে টি-শার্ট, মেডেল ও সার্টিফিকেট। ১৬ বছর থেকে ৫০ বছর (পুরুষ ও মহিলা) বিজয়ীদের পুরস্কার হিসেবে রয়েছে-১ম পুরস্কার ১ লাখ টাকা,২য় পুরস্কার ৭৫ হাজার টাকা,৩য় পুরস্কার ৫০ হাজার টাকা।
এ ছাড়া ৪র্থ পুরস্কার ৪০ হাজার টাকা,৫ম পুরস্কার ৩৫ হাজার টাকা,৬ষ্ঠ পুরস্কার ৩০ হাজার টাকা,৭ম পুরস্কার ২৫ হাজার টাকা,৮ম পুরস্কার ২০ হাজার টাকা,৯ম পুরস্কার ১৫ হাজার টাকা, ১০ম পুরস্কার ১০ হাজার টাকা।
৫১ বছর থেকে তদূর্ধ্ব (পুরুষ ও মহিলা) বিজয়ীদের পুরস্কার হিসেবে রয়েছে–১ম পুরস্কার ১ লাখ টাকা,২য় পুরস্কার ৭৫ হাজার টাকা,৩য় পুরস্কার ৫০ হাজার টাকা,৪র্থ পুরস্কার ৪০ হাজার টাকা,৫ম পুরস্কার ৩৫ হাজার টাকা।
সংবাদ সম্মেলন শেষে ম্যারাথন আয়োজনের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করা এবং কিট ডিসট্রিবিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ম্যারাথন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মো. আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পিবিআই’র অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করবেন ঢাকা জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।