হোম > সারা দেশ > ঢাকা

প্রাণী মৃত্যুর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: বনমন্ত্রী

প্রাণী মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দশ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের বলেন, পার্কে গত কয়েক মাসে কতটি প্রাণী মারা গেছে তার তথ্য উদ্‌ঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রাণী মৃত্যু ঠেকাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জেব্রা, বাঘ ও সিংহী মৃত্যুর সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর সঙ্গে কারও কোনো ইন্ধন থাকলে তা তদন্ত করে বের করে ব্যবস্থা নেওয়া হবে। এর পেছনে কে কে জড়িত তাও খোঁজে বেড় করা হবে। 

মন্ত্রী আরও বলেন, আজ আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখব। তদন্ত রিপোর্টগুলো দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রাণী মৃত্যু ঘটনার পর পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুর কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান ও ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মুহাম্মদ জুলাকারনাইকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পার্কে কতগুলো প্রাণী অসুস্থ রয়েছে তা সরেজমিনে দেখব। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন-বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বনসংরক্ষক আমির হোসাইন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ। 

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা