প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা বিশেষ পরীক্ষা ও দ্রুত ফল প্রকাশের দাবিতে নীলক্ষেত সড়ক অবরোধ করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে নীলক্ষেত মোড়ে শতাধিক শিক্ষার্থী অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে। যার কারণে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি। তাই শিক্ষার্থীদের দাবি যেন দ্রুততম সময়ের মধ্যে বিশেষ পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয় এবং বিশেষ বিবেচনায় মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হয়।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী স্বর্ণা সাহা বলেন, ‘এমনিতেই চার বছরের অনার্স করতে সময় লেগেছে ছয় বছর। অথচ শেষ সময়ে ফল বিপর্যয় হওয়ায় আরও পিছিয়ে পড়তে হচ্ছে। আমরা চাই দ্রুত আমাদের অনার্স শেষ করার সুযোগ দেওয়া হোক। বারবার আমরা কলেজের অধ্যক্ষদের কাছে গিয়েও আমরা সমাধান পাইনি। আমরা চাই প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে আমাদের সমস্যার সমাধান করবে।’
উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরোনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। অধিভুক্তের পর থেকে এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ফলাফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট দেওয়াসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করছে।