হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় জালে আটকা পড়ে মারা গেল শুশুক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মায় জালে প্রায় ২ মণ ওজনের একটি শুশুক আটকা পড়েছে। আজ সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জেলে মফিজ ঢালীর জালে শুশুকটি আটকা পড়ে।

এদিকে বিপন্ন এই প্রাণীটিকে এক নজর দেখতে পদ্মার পাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। তবে পানি থেকে ডাঙায় তোলার কিছুক্ষণ পরই মারা যায় শুশুকটি। 

জেলে মফিজ ঢালী বলেন, কয়েকজন জেলে মিলে ভোরে নদীতে মাছ শিকারে যাই। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা পাইনি। পরে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জাল ফেলি। জাল তুলতেই কয়েকটি ঝাঁকুনি দেয়। এতে অনুমান করি বড় কিছু আটকা পড়েছে। জাল নৌকায় তুলে দেখি একটি বড় শুশুক আটকা পড়েছে।’ 

‘ধারণা করছি, শুশুকটি ২ মণ ওজনের হবে। নদী থেকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় এলে স্থানীয় মাছ ব‍্যবসায়ী ফারুক খান শুশুকটি কিনে নেন।’ যুক্ত করেন মফিজ ঢালী। 

স্থানীয়রা জানান, শুশুকটি এক নজর দেখতে লঞ্চঘাট এলাকায় এসেছেন। তাঁরা শুনেছেন তিন হাজার টাকায় শুশুকটি বিক্রি করা হয়েছে। এ ধরনের প্রাণী নিধন থেকে বিরত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, শুশুক ধরা পড়ার বিষয়টি জানা নেই। এই প্রতিবেদকের কাছ থেকেই জানা হয়েছে। এ-জাতীয় প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। 

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব বলেন, ‘বিষয়টি জানা নেই। এখানে মৎস্য বিভাগের কোনো ভূমিকা নেই। এটি বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মধ্যে পড়ে। ফলে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।’ 

মোস্তফা আল রাজিব আরও বলেন, পদ্মা নদীতে সচরাচর দেখা যায় না। হয়তো দল বিচ্ছিন্ন হয়ে পদ্মা নদীতে চলে এসেছে। মূলত জোয়ারভাটা অঞ্চলে এদের বেশি দেখা যায়।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩