Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

উল্টো পথে আসা ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার

উল্টো পথে আসা ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

দায়িত্ব পালনের সময় সাভারে উল্টো পথে আসা বালুবোঝাই ট্রাকের চাপায় ফজলুর রহমান (৪৮) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে।

নিহত ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনু ভূঁইয়ার ছেলে। তিনি সাভার থানার উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আজ বেলা ২টার দিকে ফজলুর রহমান ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন এবং শ্যামলী সিএনজি পাম্পের সামনে অবস্থান করেন। ওই সময় রং সাইড দিয়ে আসা বালুবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে তাঁকে ঢাকার স্পেশালাইজড হসপিটালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।

ওসি আরও বলেন, ফজলুর রহমান গত বছরের নভেম্বর মাসে সাভার থানায় যোগদান করেন। ঘটনার পর ঘাতক ট্রাক জব্দ ও ট্রাকচালক রাকিব হোসেনকে (২৩) আটক করা হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর

নারায়ণগঞ্জে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি

গুলশান-বনানীর সড়কে ইউটার্ন ব্যবহারে ডিএমপির নতুন নির্দেশনা