হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় মীর নাছির ও মীর হেলালের সাজা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ১৩ বছর ও তাঁর ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তিন বছরের কারাদণ্ড স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁদের আপিলের অনুমতি দেওয়া হয়েছে। আজ রোববার তাঁদের পৃথক লিভ টু আপিল মঞ্জুর করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে ২০১৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট রায় দেন। সে রায়ের পর আত্মসমর্পণ করে লিভ টু আপিল করেন তাঁরা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তাঁর ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। ওই মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই মীর নাছির উদ্দিনকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মীর নাছির ও মীর হেলাল আপিল করলে হাইকোর্ট ২০১০ সালে তাঁদের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। সেই সঙ্গে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্ট পুনরায় শুনানি শেষে বিচারিক আদালতের রায় বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল করেন তাঁরা।

বকেয়া বেতনের দাবিতে রেলভবনে অবস্থান নিয়েছে টিএলআর শ্রমিকেরা

রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

মেট্রোরেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর টিকিট বিক্রি শুরু

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে কর্মবিরতিতে মেট্রোরেল কর্মীরা

ঢাকার রাস্তায় বৈধতা পাচ্ছে ব্যাটারি রিকশা

খেটে খাওয়া মানুষের জন্য ইফতার ও সেহরি

গায়ের জোরে ভবন সরকারি কলোনিতে

হত্যাচেষ্টা-ডাকাতিসহ ৮ মামলার আসামি কিশোর গ্যাং নেতা ফরহাদ গ্রেপ্তার

ঢাকায় রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় কার্যালয় মারামারি