বিশ্বকাপ আসরে নিজেদের দল প্রথম ম্যাচে হেরে গেলেও আশাবাদী ভক্তদের উন্মাদনার শেষ নেই। অনেকেই প্রিয় দলকে সমর্থন জানিয়ে ছাদে পতাকা, রাস্তা ঘাটে ফেস্টুন—ব্যানার, কিংবা নিজের বাড়িটিই প্রিয় দলের পতাকার রঙে আঁকিয়ে তুলেছেন। ঘিওরে ঘটেছে কিছুটা ব্যতিক্রম ঘটনা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী এলাকায় আর্জেন্টিনার পতাকার রঙে পুরো সেতু রাঙিয়েছেন ভক্তরা।
উপজেলার বালিয়াখোড়া-সিংজুরী সড়কে আশাপুরে একটি সেতুর পুরোটা রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার রঙে। এলাকায় এখন এটি আর্জেন্টিনা সেতু নামে পরিচিত হয়ে উঠেছে।
স্থানীয় সিংজুরী-আশাপুর এলাকায় গঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থক ফোরাম। তাঁদের আয়োজনেই এই সেতু রাঙানো হয়েছে। সমর্থক ফোরামের সভাপতি সংবাদকর্মী মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ছোট থেকেই প্রিয় ফুটবল দল আর্জেন্টিনাকে ভালোবাসি। এলাকার আর্জেন্টিনা সমর্থক ভাই বন্ধুদের সঙ্গে নিয়ে আর্জেন্টিনা পতাকার রঙে সেতুটিকে সাজাতে পেরে আমার খুবই ভালো লাগছে। ৬০ ফুট দৈর্ঘ্যের এই সেতুর দুপাশে রং করতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা।’