কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ কলিম উল্লাহ (৩০) নামের বিকাশের এক এজেন্টকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে গেছেন ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার চাতুরী ইউনিয়নের শাহ্-ই দরবার ইসলামি কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মদ বলেন, ‘ঘটনটি তদন্ত করছে পুলিশ। আশা করি জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনতে পারব। এ ছাড়া বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
চিকিৎসাধীন কলিম উল্লাহ জানান, আনোয়ারা সদরে গনি মার্কেটের সামনে তিনি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। তিনি চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের মৌলানা মোজাম্মেল হকের ছেলে। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলে করে তিনজন যুবক পেছন থেকে এসে ধাক্কা দিয়ে এলোপাতাড়ি ছুরির আঘাত করে। এ সময় তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা ও ৫টি মোবাইল নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।
কলিম উল্লাহর বড়ভাই মহিবুল্লাহ্ জানান, গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় তাঁরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী মঈনুদ্দীন হেলাল বলেন, ‘রাতে ঢাকা থেকে এসে ট্যাক্সিতে করে বাড়ি যাচ্ছিলাম। এ সময় দেখি অন্ধকার সড়কের মধ্যে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’
এদিকে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারা উপজেলা সদরে মুদির দোকান প্রবীর স্টোরের মালিক দোকান খোলার সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে ব্যাগ রেখে পালিয়ে যান ছিনতাইকারীরা।