শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের মামলায় এর মালিককে গ্রেপ্তার করেছে শিবচর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
শিবচর থানার ওসি রতন শেখ বলেন, ‘ওই ক্লিনিকের মালিকের নামে আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানে কর্মরত একজন নার্সকে ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’