হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে মহিষের গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলে নিহত দুই বন্ধু শাহাদত হোসেন ও জুয়েল রানা । ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল রানা (২০) ও শাহাদত হোসেন (১৮) নামের দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের ঘাটাইল উপজেলার হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুয়েল ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়নের জোরদীঘি ফজরগঞ্জ এলাকার প্রবাসী আলমগীর হোসেনের ছেলে এবং শাহাদত একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে জোরদীঘি বাজার থেকে সাগরদীঘি বাজারের উদ্দেশ্যে ঘুরতে বের হন। সখীপুর-সাগরদীঘি সড়কের হাজীগঞ্জ এলাকায় তাঁদের মোটরসাইকেলটি বাঁশভর্তি একটি মহিষের গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটি মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

সাগরদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রকল্প শেষ না হতেই পাইপ বদল, খরচ ১৫০ কোটি

মা-ছেলে নিখোঁজ, অপরিচিত ব্যক্তি ফোনে বললেন, ‘তাঁরা ভালো আছেন’

নারায়ণগঞ্জে আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

উত্তরায় ২০ রাউন্ড গুলি উদ্ধার

‘আঁচড় দিলে আর সাড়া দেয় না’, ধর্ষণের শিকার শিশুটির মা

ঢাকায় ২৪ ঘণ্টায় ১৯৭ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিএনপির নেতা-কর্মী পরিচয়ে চাঁদাবাজি, হকারদের মানববন্ধন

মোহাম্মদপুরে নানকের সহযোগীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা

ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়া আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

জাবি কর্মচারীর ভাইকে পুলিশে দিল প্রশাসন