হোম > সারা দেশ > ঢাকা

সিএনজি স্টেশন বন্ধের সময় ১ ঘণ্টা বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চলমান গ্যাস সংকট সামাল দিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে অর্থাৎ ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল সারা দেশে সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল দিন রাত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে। 

আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন। 

এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। 

নসরুল হামিদ বলেন, আমদানি করা গ্যাসের একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকা ও দেশীয় গ্যাসের সরবরাহও কমে যাওয়ায় কিছুটা গ্যাস সংকট আছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি। তবে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট হবে না বলেও আশাবাদ জানান তিনি। 

তিনি আরও বলেন, গ্রীষ্মের তাপদাহের কারণে ফসলের খেতে সেচের প্রয়োজন বাড়ছে। প্রতি বছরই এই চাহিদা পূরণে আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়। সেচের চাহিদা, রোজার মাস ও দাবদাহের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। তাই কৃষি জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালাতে হবে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। 

সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন