হোম > সারা দেশ > ঢাকা

ভূয়া আইডি দিয়ে তরুণীদের সঙ্গে প্রেম, আপত্তিকর ছবি হাতিয়ে ব্ল্যাকমেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেসবুকে ভূয়া আইডি ব্যবহার করে বিভিন্ন তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন রামকৃষ্ণ দেবনাথ প্রকাশ ইমন (৩৮)। এরপর কৌশলে আপত্তিকর ছবি হাতিয়ে নিয়ে সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন টাকা। এভাবে একাধিক আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন। তিনি জানান, মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার বরুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমন বরুড়া উপজেলার ভাকসার গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে।

ওসি মোহাম্মদ মোহসীন জানান, ফেসবুকে ‘মন আমার উড়ন্ত পাখি’ নামে একটি ফেসবুক আইডির মাধ্যমে রাজধানীর একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমন। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের জেরে কৌশলে মেয়ের গোসলের ছবি ও ভিডিও হাতিয়ে নেয়। এরপর সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়ের কাছে ৩০ হাজার টাকা দাবি করে ইমন। টাকা না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। পরে ওই শিক্ষার্থী থানায় অভিযোগ করলে ইমনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ মোহসীন আরও জানান, ইমন বেশ কয়েকটি ফেসবুক আইডি ব্যবহার করেন। একটি আইডি দিয়ে প্রতারণা শেষ হলে সেই আইডি বন্ধ করে দেন। সর্বশেষ তার পাঁচটি আইডি সচল হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ‘মন আমার উড়ন্ত পাখি’ আইডি দিয়ে মেয়েদের সঙ্গে এবং ফারজানা আক্তার নামরে আরেকটি আইডি দিয়ে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করেন। বাস্তবে ছেলে হলেও মেয়ে সেজে ছেলেদের সঙ্গে একই কায়দায় প্রতারণা করতেন ইমন।

এছাড়া ইমন কুমিল্লায় ছোট একটি দোকান করেন। ওই দোকানে মূলত মোবাইলের রিচার্জ কার্ড বিক্রি করা হয় এবং রিচার্জ করা হয়। কিন্তু ইমন মেয়েদের কাছে নিজেকে পরিচয় দেন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে। নারায়ণগঞ্জে তার দুইটি গার্মেন্টস কারখানা আছে বলেও দাবি করেন তিনি। পেশায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী ইমনের মূল আয়ের উৎস প্রতারণা। তার দোকানে যে সকল মেয়েরা রিচার্জ করতে আসতেন তাদের সঙ্গেও করতেন প্রতারণা। প্রথমে যোগাযোগ করে সখ্যতা গড়ে তুলতেন। এরপর প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি হাতিয়ে প্রতারণা করতেন। 

উত্তরা পশ্চিম থানার ওসি আরও জানান, কি পরিমাণ নারীরা তার কাছে প্রতারণার শিকার হয়েছে এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

ইমনকে প্রতারণার শিকার তরুণীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এ কর্মকর্তা।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়