মাদারীপুরে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব আলী শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াকুব শেখের বাড়িতে নতুন ঘর নির্মাণের জন্য পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করা হচ্ছিল। গতকাল বুধবার বিকেলে ওই মেশিনে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উঠে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে রাতে মূর্তিটি উদ্ধার করে।