হোম > সারা দেশ > ঢাকা

হুইলচেয়ারে বসে অটোচালকের স্মৃতিসৌধ দেখার স্বপ্ন পূরণ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

বছরখানেক আগে দুর্ঘটনায় চলাচলের ক্ষমতা হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক রাসেল মিয়া (২৭)। এরপর থেকেই সঙ্গী হুইলচেয়ার। আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি। স্মৃতিসৌধ দেখার স্বপ্ন এভাবে পূরণ হবে তা কখনো ভাবেননি তিনি। 

সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা মেলে তার। স্মৃতিসৌধ দেখার স্বপ্ন হুইলচেয়ারে বসে পূরণ হলেও আনন্দে ভাটা পড়েনি একটুও। 

গত চার মাস ধরে তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নিচ্ছেন। এর আগে কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন রাসেল। গত বছরের রমজান মাসে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে আহত হন তিনি। এরপর থেকেই শরীরের নিচের ভাগে কোন শক্তি পান না। 

রাসেল মিয়ার বাবা আবুল কাশেম পেশায় কৃষক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেকে নিয়ে চার মাস ধরে সিআরপিতে আছি। আজকে সিআরপির অন্যদের সঙ্গে স্মৃতিসৌধে আসার সুযোগ হয়েছে। ছেলের জন্য তো কষ্ট লাগেই। ছেলে দিন দিন সুস্থ হয়ে উঠছে। এটাই আমার আনন্দ।’ 

রাসেল মিয়া বলেন, ‘গত বছর ঝড়ে গাছ ভেঙে পড়ে আমার সিএনজির ওপর। এরপর থেকে বুকের নিচ থেকে পা পর্যন্ত অবশ। ছোটবেলায় স্মৃতিসৌধ দেখতাম টিভিতে। ইচ্ছা ছিল সামনাসামনি দেখার। কিন্তু সেই স্মৃতিসৌধ যে হুইলচেয়ারে বসে দেখতে হবে ভাবিনি কোনো দিন। হেঁটে আসলাম না, কিন্তু আসলাম হুইলচেয়ারে। তাও আমার ভালোই লাগছে। আজকে সবাই একসঙ্গে ফুল দিলাম, শহীদদের শ্রদ্ধা জানালাম এই দিন ভুলব না কখনো।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য