হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বোনের প্রেমিককে পিটিয়ে হত্যা মামলায় ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বোনের প্রেমিককে পিটিয়ে হত্যার মামলায় সাগর চন্দ্র দাসকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। 

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত সাগর উপজেলার কলাগাছিয়া এলাকার বাবুল চন্দ্র দাসের ছেলে। গত ২১ জুন বোনের প্রেমিক পান্ত চন্দ্র দাসকে পিটিয়ে গুরুতর জখম করেন তিনি। 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটির এএসপি রিজওয়ান সাঈদ জিকু বলেন, নিহত পান্ত চন্দ্র দাসের সঙ্গে বাবুল চন্দ্র দাসের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ জুন রাতে পান্ত তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় সাগরসহ তাঁর স্বজনেরা পান্তকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। পরিবারের লোকজন খবর পেয়ে পান্ত দাসকে বাবুলের বাড়ির রান্নাঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। 

পান্তকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জুন মারা যান তিনি। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। 

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আড়াইহাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩