হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কলাবাগানের একটি হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেলে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। আজ শুক্রবার ভোরে অচেতন অবস্থায় পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাস জানান, খবর পেয়ে মধ্যরাতে স্কয়ার হাসপাতাল থেকে সাব্বিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্কয়ার হাসপাতালের বিপরীত পাশের একটি আবাসিক হোটেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

হাসপাতালে মৃত সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামে। সাব্বির পরিবারের সঙ্গে কলাবাগানের শুক্রাবাদ এলাকায় থাকতেন। তেমন কিছুই করতেন না তিনি। 

রায়হান আরও জানান, রাতে পুলিশের মাধ্যমে খবর পান সাব্বির তাঁর মেয়েবন্ধু মারুফা আক্তারসহ স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। মারুফা হোটেলে থাকা অবস্থায়ই গলায় ফাঁস দেন সাব্বির। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। 

তবে কে বা কারা সাব্বিরকে স্কয়ার হাসপাতালে নিয়েছে তা জানেন না রায়হান। তিনি জানান, তিনি স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে