Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কলাবাগানের একটি হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগানের একটি হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেলে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। আজ শুক্রবার ভোরে অচেতন অবস্থায় পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাস জানান, খবর পেয়ে মধ্যরাতে স্কয়ার হাসপাতাল থেকে সাব্বিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্কয়ার হাসপাতালের বিপরীত পাশের একটি আবাসিক হোটেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

হাসপাতালে মৃত সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামে। সাব্বির পরিবারের সঙ্গে কলাবাগানের শুক্রাবাদ এলাকায় থাকতেন। তেমন কিছুই করতেন না তিনি। 

রায়হান আরও জানান, রাতে পুলিশের মাধ্যমে খবর পান সাব্বির তাঁর মেয়েবন্ধু মারুফা আক্তারসহ স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। মারুফা হোটেলে থাকা অবস্থায়ই গলায় ফাঁস দেন সাব্বির। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। 

তবে কে বা কারা সাব্বিরকে স্কয়ার হাসপাতালে নিয়েছে তা জানেন না রায়হান। তিনি জানান, তিনি স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন