নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রমনায় হেয়ার রোডে সংস্কৃতি প্রতিমন্ত্রীর গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি জানান, মন্ত্রিপাড়ায় একটি দুর্ঘটনায় আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাসায় ফেরার পথে হেয়ার রোডে মোড় ঘোরার সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হাসানকে বহনকারী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনার পরপরই প্রতিমন্ত্রীর গাড়িতে করেই আহতদের হাসপাতালে নেওয়া হয়।