হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বাসচাপায় নারী নিহত, চালক গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

জমজম টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

উত্তরায় রাইদা পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে গানেদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সোনারগাঁও জনপথ সড়কের জমজম টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসসহ চালক কবীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসান দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নিহত গানেদা বেগম ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সাপাচার গ্রামের আব্দুল গনির স্ত্রী। তিনি উত্তরার গরীবে নেওয়াজ রোডের আয়কর অফিসের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

গ্রেপ্তার চালক কবীর হোসেন বরিশাল বাবুনগরের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকার শ্যামপুর এলাকায় থাকেন।

এসআই মনির হাসান বলেন, জমজম টাওয়ারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা রাইদা পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন ওই নারী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। চালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে।

এসআই আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য