Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় বাজারে আগুন, পুড়েছে ৩০ দোকান

গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ 

গজারিয়ায় বাজারে আগুন, পুড়েছে ৩০ দোকান
প্রতীকী ছবি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটে আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকার আলী আহমদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, গতকাল বুধবার রাত ৩টার দিকে ভাটেরচর বাস স্ট্যান্ডসংলগ্ন একটি সেলুনে প্রথম আগুন দেখতে পান তাঁরা। পরে সেটি আশপাশে ছড়িয়ে পড়ে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

ক্ষতিগ্রস্ত দোকানি আক্তার হোসেন বলেন, তাঁর দোকানে নগদ ৫ লাখ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুদিদোকানি দেলোয়ার হোসেন বলেন, তাঁর দোকানে থাকা মালামাল সব পুড়ে গেছে। তাতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক আজকের পত্রিকাকে বলেন, প্রথমে একটি সেলুনে আগুন লাগে। পরে আশপাশের অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গজারিয়ায় বাজারে আগুন। ছবি: সংগৃহীত
গজারিয়ায় বাজারে আগুন। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরও বলেন, আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে কতগুলো দোকান পুড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক