মানিকগঞ্জের সাটুরিয়ায় জন্মনিবন্ধন সনদের জন্য ১০ হাজার টাকা দাবির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তা রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলার বালিয়াটির বাসিন্দা আমছের আলী (৬৫) নামে ব্যক্তি ছেলের জন্মসনদের জন্য গেলে ইউপি সদস্য মো. আবুল হোসেন ও মহিলা উদ্যোক্তা মোছা. রোকসানা আক্তার যোগসাজশে তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। পরে সাড়ে ৯ হাজার টাকা দিয়ে ছেলের জন্মসনদ নেন তিনি। এ ঘটনায় গতকাল রোববার ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।’