Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের নামে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের নামে মামলা

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মধুপুর উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান ও মেয়রসহ ১১৭ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের জাহিদ হাসান বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলি আদালতে এ মামলা দায়ের করেন। 

মামলাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট আদালত মামলাটি আমলে নিয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান।

গতকাল বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলি আদালতে এই মামলা দায়ের করা হয়। বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নেওয়ার পরদিন এই আদেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্বরে পৌঁছালে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের হুকুমে অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর দা-কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামলার বাদীসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

মামলার আসামিদের মধ্যে মধুপুর-ধনবাড়ী আসনের সাবেক এমপি মো. আব্দুর রাজ্জাক ছাড়াও আছেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার সাবেক মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক মেয়র মধুপুর মাসুদ পারভেজ, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন, আউশনারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন মহিরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত