হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে ইয়ামিন আহমদ (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মিরপুর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত এর মধ্যবর্তী স্থানের রেল-লাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ইয়ামিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নুরুল ইসলামের ছেলে। মিরপুর পুলিশ লাইনে থাকতেন ইয়ামিন। তার পরিবার সিলেটের কোম্পানীগঞ্জ থাকে। 

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে ওই পুলিশ সদস্য রেল লাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। 

এসআই বলেন, ‘ইয়ামিন মিরপুর থেকে খিলক্ষেত পার্ক ভিউ আবাসিক হোটেলে গিয়েছিল ব্যক্তিগত কাজে। সেখান থেকে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই ট্রেনের ধাক্কায় নিহত হন। আমরা খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’ 

মৃত ইয়ামিনের ভাগনি হোসনে আরা জানান, তাঁর মামা মিরপুর পুলিশ লাইনে থাকতেন। ইয়ামিনের বাবা নুরুল ইসলামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

হোসনে আরা আরও জানান, ইয়ামিনের স্ত্রী সোনিয়া আক্তার কয়েক দিন আগে শ্বশুরকে দেখতে ঢাকায় এসেছিল। গত রাতে সিলেট যাওয়ার উদ্দেশ্যে স্ত্রীকে বাসে তুলে দেন ইয়ামিন। পরদিন আজ দুপুরে পুলিশের মাধ্যমে খবর পাই ইয়ামিন ট্রেনের ধাক্কায় মারা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭