নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান মাহমুদসহ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার ভোররাতে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।