Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব হোসেন (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ঘাগটিয়া চালা তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রাম মৃধা বাড়ি মো. রুকন উদ্দীন মৃধার ছেলে এবং চরদুর্লভখান আ. হাই সরকার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে রাজিব মোটরসাইকেলে করে উপজেলার ঘাগটিয়া চালা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময়ে মোটরসাইকেল ছিল তার দুই সহপাঠী শামীম ও আ. রহিম। এ সময় তারাও গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। শামীম ও আ. রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপার কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১