হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কৃষক লীগ ও শ্রমিক লীগ নেতার ওপর হামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সশস্ত্র দুর্বৃত্তদলের অতর্কিত হামলায় কৃষক লীগের এক নেতা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন শ্রমিক লীগের এক নেতাও। গুরুতর অবস্থায় তাঁদের প্রথমে একটি বেসরকারি হাসপাতাল পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার মাওনা বাজার–খানবাড়ি সড়কে মাওনা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। 

গুলিবিদ্ধ মেহেদি হাসান শওকত (৩৮) ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি। দুর্বৃত্তদের ছোড়া গুলি তাঁর ডান পায়ে হাঁটুর নিচে বিদ্ধ হয়েছে। হামলায় আহত কলিম উদ্দিন (৪০) মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মববেস আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। 

স্বজনরা জানায়, রাত সোয়া ৮টার দিকে মেহেদি হাসান শওকত, কলিম উদ্দিনসহ তিনজন একটি মোটর সাইকেলযোগে মাওনা উত্তরপাড়া থেকে মাওনা বাজারে আসছিলেন। পথে মাওনা মধ্যপাড়া এলাকায় পৌঁছার পর একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলটির গতিরোধ করে। 

মোটর সাইকেলচালক মাসুম জানান, তাঁরা কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তদের একজন মেহেদি হাসান শওকতকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। গুলিটি মেহেদি হাসানের ডান পায়ে হাঁটুর নিচে বিদ্ধ হয়। শওকত গুলিবিদ্ধ অবস্থায় সড়কের পাশে নিচু জমিতে পড়ে যান। পরে তাঁর সঙ্গে থাকা কলিম উদ্দিনকে বেদম মারধর করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

ওই এলাকার চায়ের দোকানদার মো. হানিফ জানান, ওই হামলার ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তাঁরা দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান। 

মাওনা আলহেরা মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ রাশেদ শাহীন বলেন, শওকত এখানে আনা হয়েছিল। ডান পায়ে হাঁটুর নিচে আঘাতের চিহ্ন রয়েছে তাঁর। তবে সেটি গুলির কিনা তা নিশ্চিত নয়। এখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পায়ে গুলিবিদ্ধ হয়েছেন নাকি সেটি ধারালো অস্ত্রের আঘাত তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন