হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে কলাবাগান থেকে অটোরিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে কলাবাগান থেকে পঞ্চ মনিদাস (৪৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পঞ্চ মনিদাস কোচেরচর ঋষিপাড়া গ্রামের নিয়ত মনিদাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন। 

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাড়া করা অটোরিকশাটা নিয়ে বাড়ি থেকে বের হন পঞ্চ মনিদাস। রাতে বাড়িতে না আসায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি । শুক্রবার সকালের দিকে কীর্তিবাসদী গ্রামের এক নারী আলুখেতে কাজ করতে যান। এ সময় তিনি কলাখেতে হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তাঁর ডাকচিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। মনোহরদী থানায় সংবাদ দেন তাঁরা। পরে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভাড়ায় চালিত অটোরিকশাটি পাওয়া যায়নি।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন