Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নগরকান্দায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও ভাশুর গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও ভাশুর গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী ফরহাদ মোল্লা (৪০) ও ভাশুর কেরামত মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পাশের সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয় বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রামের আকমাল মোল্লার ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূ হাসিনা বেগমের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। হাসিনা পাশের ভাঙ্গা উপজেলার মানিকদী-খারদী গ্রামের মোসলেম খলিফার মেয়ে। তিনি এক কন্যাসন্তানের মা।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, নিজ ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা মোসলেম খলিফা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলায় ওই গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের অভিযুক্ত করা হয়।

ওসি আরও বলেন, গতকাল রাতে পাশের সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফরহাদ মোল্লা তাঁর বড় ভাই কেরামত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১