হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আমবাগিচা ছোট মসজিদের পেছনে দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সীমা আক্তারের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার বড়কান্দি গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা স্বামী আকতার হোসেন বলেন, আগানগর মসজিদের সামনে তিনি ফুটপাতে ফল বিক্রি করেন। সন্ধ্যায় মাগরিবের নামাজের আগমুহূর্তে কয়েকজন লোক তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে তাঁর দোকানের কাছে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তিনি তাঁর স্ত্রীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বামী আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে লোকজনদের কাছ থেকে শুনেছি, কয়েকজন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কানের দুল এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, কেরানীগঞ্জ এলাকা থেকে স্বজনেরা এক নারীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আগানগর আমবাগিচা এলাকার একটি বাসায় সীমা আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। তাকে বর্তমানে পুলিশে হেফাজতে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭