Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেপ্তার
আদালত অবমাননার দায়ে গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় (জিআর ৩৮৪ / ২৪) আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে ৫ দিনের কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রেক্ষিতে চিকিৎসক ফারুক আহমেদকে শুক্রবার রাতে হাসপাতালের কোয়ার্টার থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এমএ আলম সেলিম আজকের পত্রিকাকে বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় আদালত আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহমেদকে ১২ ডিসেম্বর জরুরি বিভাগের রেজিস্ট্রারসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই তারিখে হাজির না হওয়ায় পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

পরবর্তী তারিখে হাজির না হওয়ায় ওই চিকিৎসককে কারণ দর্শাতে নোটিশ করা হয়। নোটিশের জবাব না দেওয়ায় ১৯ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক