রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বরগুনার থেকে আসা একটি লঞ্চের স্টাফদের বিরুদ্ধে যাত্রীদেরকে মারধরের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে এই মারধরের ঘটনা ঘটে। সেই সময় বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, বরগুনার বালিয়াতলী থেকে এম. ভি ইয়াদ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আসার পর কয়েক দফায় লঞ্চের স্ট্রাফরা যাত্রীদের মারধর করে। যাত্রীদের অভিযোগ, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের পর আরও কয়েক ঘাটে যাত্রী উঠার জন্য লঞ্চ ভেড়ানোর প্রস্তুতি নিলে যে সব যাত্রীরা বাধা দেয়। পরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসার পর তাঁদের চিহ্নিত স্টাফরা বেধড়ক মারধর করে।