হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধীদের সড়ক অবরোধ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা শিক্ষার্থীরা অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার অদূরে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় অবরোধ করা হয়।

৩০ মিনিট সড়ক অবরোধের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর অবরোধ উঠিয়ে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এতে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

প্রসঙ্গত, গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে তাকে জোর করে থানাহাজত থেকে তাঁকে বিএনপির নেতা-কর্মীরা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে মুন্সিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করেন।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে