হোম > সারা দেশ > ঢাকা

আজকের পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ ৭ সাংবাদিককে সম্মাননা দিল জিএমআরএফ

গণমাধ্যম ও সাংবাদিকতার বিকাশে বিশেষ অবদান রাখায় আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমানসহ জ্যেষ্ঠ সাত সাংবাদিককে সম্মাননা দিয়েছে ঢাকায় কর্মরত বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার রিপোর্টারদের সংগঠন ‘বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরাম (জিএমআরএফ)’।

গতকাল শনিবার রাতে রাজধানীর বুড়িগঙ্গা রিভারভিউ রুফটপ রেস্টুরেন্টে জিএমআরএফের মিলনমেলা ও সম্মাননা-২০২৩ অনুষ্ঠানে গুণী সাত সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। 

সম্মাননা প্রাপ্ত বৃহত্তর ময়মনসিংহের সাত গুণী সাংবাদিক হলেন আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, জিএমআরএফের প্রধান উপদেষ্টা ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক তালুকদার, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন এবং দৈনিক সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। 

জিএমআরএফের সভাপতি কবির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান অঞ্জন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বন্ধন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুল প্রমুখ।

অনুষ্ঠানে আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্ব দেন। আগামী বছর থেকে ঢাকায় কর্মরত ছয় জেলার সাংবাদিকদের ছয় সেরা রিপোর্ট বাছাই করে পুরস্কৃত করার ঘোষণা দেন জিএমআরএফের প্রধান উপদেষ্টা ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭