হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫ নম্বর পাঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরীর দাবি, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। তবে তালা লাগানো বিদ্যালয় ভবনের ভেতরে কীভাবে আগুন লাগল, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের দ্বিমত রয়েছে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান। তিনি বলেন, বিদ্যালয়ের নৈশ প্রহরী দেখতে পায় বিদ্যালয়ের ভবনে আগুন লেগেছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

নৈশ প্রহরী মাসুম মিয়া বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে দেখি আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। তখন দ্রুত বিদ্যালয়ের ভেতরে বালতির পানি দিয়ে আমি আগুন নেভাই। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাঙ্কন ফেস্টুন পুড়ে গেছে এবং বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে খবর পেয়ে এসে দেখলাম বিদ্যালয়ের অগ্নিসংযোগ হয়েছে, তবে কে বা কারা দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয় ভবন তালাবদ্ধ ছিল এবং ভেতরের নৈশ প্রহরী ছিলেন। তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩