মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাসাইল পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে। স্থানীয় এক জেলে আজ শুক্রবার ভোরে নদীতে মাছ ধরতে গেলে তাঁর জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে।
নদী তীরবর্তী হাসাইল মাছ ঘাটে শুশুকটি আনা হয়েছে শুনে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমায়। পরে শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়।
এক এলাকাবাসী বলেন, ‘পদ্মা নদীতে প্রতিদিনই শুশুককে লাফ মারতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পরে। শুশুক ধরা পড়ছে শুনে দেখতে আসলাম।’
এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তারকে মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুশুক ধরা পড়ার বিষয়ে আমরা অবগত ছিলাম না। খবর পেলে গিয়ে শুশুকটি নদীতে ছেড়ে দিতাম। এখন জানতে পারলাম প্রাণীটি ছেড়ে দেওয়া হয়েছে।’