হোম > সারা দেশ > ঢাকা

বসুন্ধরায় নিজ ঘরে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী মাহিম (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বসুন্ধরা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী ছিলেন।

গতকাল রোববার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের ১৭ নম্বর রোডের বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মাহিমের দুলাভাই হাবিবুর রহমান বলেন, মাহিমের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তাঁর বাবা মাহবুব আলম চৌধুরী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তিনি আরও বলেন, ‘গতরাতে (রোববার) মাহিমের রুমমেটের মাধ্যমে জানতে পারি মাহিমের মৃত্যুর খবর। তবে কী কারণে মাহিম আত্মহত্যা করেছে, সে বিষয়ে কিছু জানতে পারি নাই।’

এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, রাতে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মরদেহ ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, বসুন্ধরার ওই বাসায় কয়েকজন ছাত্র ভাড়া নিয়ে থাকতেন। অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, মাহিম কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন, কিন্তু কোনো কিছু বলতেন না।

এ বিষয়ে বিস্তারিত তদন্তাধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা