হোম > সারা দেশ > টাঙ্গাইল

ওপরে আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড, নিচে মুদিদোকান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় দখল করে মুদিদোকান বসিয়েছেন আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম হোসেন। তবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ কার্যালয়ের সাইনবোর্ডটি এখনো সাঁটানো রয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ডের নিচে এক মাস ধরে চলছে মুদিদোকান। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সরেজমিন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালে উপজেলার করটিয়াপাড়া বাজারে একটি কক্ষ ভাড়া নিয়ে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ওই কার্যালয়ে তোফাজ্জল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী মুদিদোকান বসিয়েছেন। 

প্রভাবশালী রাজনৈতিক দলের কার্যালয়ে কীভাবে মুদিদোকান দিলেন? এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, ‘পাশেই আমার দোকান ছিল। সম্প্রতি আমার নিজস্ব দোকানটি মেরামতের কাজ চলছে। স্থানীয় ইব্রাহিম নেতার নির্দেশেই এক মাস ধরে আমি এখানে ব্যবসা পরিচালনা করছি।’

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় বাসিন্দা এস এম ইব্রাহিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। এলাকায় তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান স্থানীরা। 

কার্যালয়ের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহিম বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি ভাড়া নেওয়া হয়েছিল। পরে ওই ঘরের সংস্কার করা হয়। দীর্ঘদিন সংস্কার ও ভাড়ার টাকা বাকি ছিল। বকেয়া টাকাগুলো আমি একা পরিশোধ করে দিয়েছি। স্থানীয় ব্যবসায়িক তোফাজ্জল হোসেনের সাময়িক অসুবিধার কারণে এক মাসের জন্য দলীয় কার্যালয়টি ব্যবহার করতে দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য