Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নারী দিবসে ডিআরইউর প্রকাশনা কণ্ঠস্বরের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী দিবসে ডিআরইউর প্রকাশনা কণ্ঠস্বরের মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করেন সংগঠনের সদস্যরা। র‍্যালি শেষে ডিআরইউর হলরুমে নারী দিবসের বিশেষ প্রকাশনা ‘কণ্ঠস্বর’-এর মোড়ক উন্মোচন করা হয়। 

নারী দিবসের অনুষ্ঠানে ডিআরইউর নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘নারীকে নারী নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। শুধু নারী দিবসে নয়, প্রতিদিন ঘরে-বাইরে নারীকে সম্মানের চোখে দেখতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ সবাই সবাইকে পারস্পরিক সম্মান দেখাতে হবে।’ 

সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বলেন, ‘নারীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। এগিয়ে যাবে বিশ্ব। নারীর চলার পথ সুগম ও নিরাপদ করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।’ 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, অর্থ সম্পাদক এস এম এ কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশাররফ, ক্রীড়া সম্পাদক মাকসুদ লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন প্রমুখ। 

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু