Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে রাতে লোডশেডিংয়ের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ঢামেক প্রতিবেদক

হাতিরঝিলে রাতে লোডশেডিংয়ের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলের উলন রোডে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে কলা বিক্রেতা মো. জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরা উলন পোড়াবাড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পরে দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে আহত জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাঁদের বাসা রামপুরা পোড়াবাড়ি ঝিলপাড় এলাকায়। ঘটনার সময় তাঁর বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিলেন। আর শুভ নামে ওই কিশোর পিঠা কিনছিলেন। এলাকায় বিদ্যুৎ চলে গেলে হঠাৎ করে কয়েকজন যুবক ধর ধর করতে করতে দৌড়াতে থাকে এবং পরপর তিনটি বিকট শব্দ হয়। পরে তাঁরা দুজন লক্ষ্য করেন তাঁদের শরীরে থেকে রক্ত ঝরছে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কারা এই গুলি ছুড়েছে তা অনুমান করতে পারছেন না সাইফুল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, রামপুরা উলন রোড থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে শুভর নিতম্বে ও জিলানীর তলপেটে গুলি লেগেছে। তবে কীভাবে তাঁরা গুলিবিদ্ধ হলেন তা বলতে পারছেন না।

এদিকে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুই পক্ষের কেউ গুলিবদ্ধ না হলেও পথচারী দুজন গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ