হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে রাতে লোডশেডিংয়ের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলের উলন রোডে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে কলা বিক্রেতা মো. জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরা উলন পোড়াবাড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পরে দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে আহত জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাঁদের বাসা রামপুরা পোড়াবাড়ি ঝিলপাড় এলাকায়। ঘটনার সময় তাঁর বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিলেন। আর শুভ নামে ওই কিশোর পিঠা কিনছিলেন। এলাকায় বিদ্যুৎ চলে গেলে হঠাৎ করে কয়েকজন যুবক ধর ধর করতে করতে দৌড়াতে থাকে এবং পরপর তিনটি বিকট শব্দ হয়। পরে তাঁরা দুজন লক্ষ্য করেন তাঁদের শরীরে থেকে রক্ত ঝরছে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কারা এই গুলি ছুড়েছে তা অনুমান করতে পারছেন না সাইফুল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, রামপুরা উলন রোড থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে শুভর নিতম্বে ও জিলানীর তলপেটে গুলি লেগেছে। তবে কীভাবে তাঁরা গুলিবিদ্ধ হলেন তা বলতে পারছেন না।

এদিকে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুই পক্ষের কেউ গুলিবদ্ধ না হলেও পথচারী দুজন গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য